Hostel Group D Vacancy 2025: অষ্টম পাশেই আবেদন ! বেতন ১০,০০০ পর্যন্ত।

Hostel Group D Vacancy 2025: সকল চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর! ভোলানাথ বিদ্যানিকেতন একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম, বয়সসীমা, বেতন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন এবং সব বুঝে নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৩ ডিসেম্বর ২০২৪
আবেদনের শেষ তারিখ০৫ ই জানুয়ারি ২০২৫

পদ এবং শূন্যপদ

পদের নামশূন্যপদ
সুপারিনটেনডেন্ট০১ টি
কুক০১ টি
হেল্পার০১ টি

শিক্ষাগত যোগ্যতা

সুপারিনটেনডেন্ট

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস। কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।

কুক

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস। রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

হেল্পার

অষ্টম শ্রেণি পাস। রান্নার কাজে অভিজ্ঞতা। অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে আবেদন করুন (Hostel Group D Vacancy 2025)।

বয়সসীমা

প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।

পদের নামবয়সসীমা
সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পারজেনারেল: ২১ থেকে ৪০ বছর
SC/ST: ২১ থেকে ৪৫ বছর
OBC: ২১ থেকে ৪৩ বছর

বেতন

পদের নামমাইনে
সুপারিনটেনডেন্ট১০,০০০/- টাকা প্রতিমাসে
কুক৭,০০০/- টাকা প্রতিমাসে
হেল্পার৫,০০০/- টাকা প্রতিমাসে

নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা, ইন্টারভিউর এবং ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে (Hostel Group D Vacancy 2025)।

আবেদনের পদ্ধতি

১. অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।

২. ফর্মটি A4 পেপারে প্রিন্ট করে হাতে লিখুন।

৩. সমস্ত প্রয়োজনীয় নথি ফর্মের সঙ্গে সংযুক্ত করুন।

৪. নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

Hostel Group D Vacancy 2025 এর আবেদন সঠিকভাবে সম্পন্ন করুন এবং নিজের দায়িত্বে সব তথ্য যাচাই করুন।

Read More: খুব সহজেই আপনিও পেয়ে যেতে পারেন এই চাকরি! কিভাবে আবেদন করবেন?

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

১. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

২. ভোটার কার্ড এবং আধার কার্ড।

৩. জন্ম তারিখের প্রমাণপত্র।

৪. জাতিগত শংসাপত্র।

৫. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৬. কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

আবেদন ফর্ম পাঠানোর ঠিকানা

সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া-১ ব্লক, ডাকঘর-বালিডাংরী, পিন-৭২১১৩৯, পূর্ব মেদিনীপুর।

বিজ্ঞপ্তি প্রকাশ কোথায় হয়েছে

পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।

Important Links

Official NoticeDownload Pdf
Application FormDownload Pdf
About Author
Sk Shamim Hasan

WB Work18 সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৫ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। মাউলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়(জলপাইগুড়ি) থেকে Electronics Engineering করেছেন।

Leave a Comment