Railway Group D Job Vacancy 2025 – মাধ্যমিক পাশে, ভারতীয় রেলে ৩২ হাজার গ্রুপ ডি চাকরি।

Railway Group D Job Vacancy 2025: রেলের গ্রুপ ডি পদে বড় সুযোগ ভারতীয় রেলওয়ের তরফে গ্রুপ ডি পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা ন্যূনতম যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ।

আইটিআই সনদ ছাড়াও এখানে আবেদন করা যাবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) প্রকাশিত তথ্য অনুযায়ী বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৩/০১/২০২৫
আবেদন শেষ২২/০২/২০২৫

পদের নাম ও শূন্যপদ

রেলওয়ে লেভেল-১ (গ্রুপ ডি)। অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টস ম্যান, ট্র্যাক মেনটেনার ইত্যাদি। মোট শূন্যপদ রয়েছে ৩২,৪৩৮ টি।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করা যাবে। আইটিআই সনদ আবশ্যক নয়। Railway Group D Job Vacancy 2025 পদের ভিত্তিতে নির্দিষ্ট যোগ্যতা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।

বয়সসীমা

বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছর। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন

সপ্তম বেতনক্রম অনুসারে মূল বেতন ₹১৮,০০০/- প্রতি মাস। সঙ্গে থাকবে কেন্দ্রীয় সরকারের অন্যান্য সুবিধা।

Read More: মাধ্যমিক পাশেই, ৪২৩২ শূন্যপদে রেল কর্মী নিয়োগ।

আবেদনের পদ্ধতি

১. রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২. রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।

৩. নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করুন।

৪. ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

৫. আবেদন ফি জমা দিয়ে আবেদন জমা দিন।

Railway Group D Job Vacancy 2025 এর আবেদন সঠিকভাবে সম্পন্ন করুন এবং নিজের দায়িত্বে সব তথ্য যাচাই করুন।

আবেদন ফি

১) General/OBC/EWS:নির্ধারিত আবেদন ফি প্রযোজ্য।

২) SC/ST/PwBD: বিনামূল্যে আবেদন করার সুযোগ।

Railway Group D Job Vacancy 2025 আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন এবং সমস্ত তথ্য যাচাই করে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন। এই নিয়োগের মাধ্যমে যারা সরকারি চাকরি করতে চান, তাঁদের জন্য এটি একটি সেরা সুযোগ। তাই দেরি না করে আবেদন প্রক্রিয়া শুরু করুন।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Read More: কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ! প্রতিদিন আয় হবে ২০০০ টাকার বেশি।

এই ওয়েবসাইটের সমস্ত তথ্য শুধুমাত্র আপনাদের সহায়তা করার জন্য তৈরি। wbwork18 মূলত সরকারি চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা, প্রতিদিনের খবর সম্পর্কিত বিভিন্ন তথ্য আপডেট দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছে। এই পোর্টাল কোনো নিয়োগ সংস্থা নয় এবং সরাসরি কোনো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে না।

আমরা সারা ভারত থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এখানে প্রকাশ করি। আমাদের লক্ষ্য হল সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করা। তবুও, যদি কখনো ভুলবশত কোনো তথ্য যেমন পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার শেষ তারিখ ইত্যাদি ভুলভাবে প্রকাশিত হয়, তার জন্য wbwork18 দায়ী নয়। সাইটে প্রকাশিত তথ্য যাচাই করা এবং সঠিক পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আবেদনকারীর নিজস্ব।

About Author
Sk Shamim Hasan

WB Work18 সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৫ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। মাউলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়(জলপাইগুড়ি) থেকে Electronics Engineering করেছেন।

Leave a Comment