DM Coordinator Vacancy 2025: ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে, মাসিক বেতন কত হবে?

DM Coordinator Vacancy 2025: চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। রাজ্যে জেলা সমন্বয়কারী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইনের এর মাধ্যমে আবেদন যোগ্য।

আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৮/০১/২০২৫
আবেদন শেষ৩১/০১/২০২৫

পদের নাম ও শূন্যপদ

District Coordinator। মোট শূন্যপদ ০১ টি।

বয়সসীমা

প্রার্থীদের বয়সসীমা ৩২ থেকে সর্বোচ্চ ৬৪মধ্যে হতে হবে। এছাড়া এখানে প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে (DM Coordinator Vacancy 2025)।

DM Coordinator Vacancy 2025 বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

বেতন

আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৬,৫০০ টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে। DM Coordinator Vacancy 2025 এছাড়া আবেদন কারীদের পরিবেশ / সামাজিক / শিক্ষা / সরকারি খাতে কাজ করার কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

Read More: মাধ্যমিক পাশে, ভারতীয় রেলে ৩২ হাজার গ্রুপ ডি চাকরি।

আবেদনের পদ্ধতি

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট (DM Office Coordinator Vacancy 2025) আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই DM Coordinator Vacancy 2025 সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখ।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

১) জন্ম তারিখের প্রমাণপত্র।

২) আইডি প্রুফ।

৩) জাত সংস্থাপত্র।

৪) অভিজ্ঞতা সার্টিফিকেট।

৫) শিক্ষাগত শংসাপত্র হিসাবে ডিগ্রি সার্টিফিকেট।

৬) পাসপোর্ট সাইজের ছবি।

DM Coordinator Vacancy 2025 kalimpong.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিশিয়াল ওয়েবসাইটVisit Now

Read More: চিনে দ্রুত ছড়াচ্ছে, ভারতেও সতর্কতা! আবার লকডাউন? কী বলছেন ডাক্তারেরা।

এই ওয়েবসাইটের সমস্ত তথ্য শুধুমাত্র আপনাদের সহায়তা করার জন্য তৈরি। wbwork18 মূলত সরকারি চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা, প্রতিদিনের খবর সম্পর্কিত বিভিন্ন তথ্য আপডেট দেওয়ার উদ্দেশ্যে চালু হয়েছে। এই পোর্টাল কোনো নিয়োগ সংস্থা নয় এবং সরাসরি কোনো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে না।

আমরা সারা ভারত থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এখানে প্রকাশ করি। আমাদের লক্ষ্য হল সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান করা। তবুও, যদি কখনো ভুলবশত কোনো তথ্য যেমন পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার শেষ তারিখ ইত্যাদি ভুলভাবে প্রকাশিত হয়, তার জন্য wbwork18 দায়ী নয়। সাইটে প্রকাশিত তথ্য যাচাই করা এবং সঠিক পদক্ষেপ নেওয়ার দায়িত্ব আবেদনকারীর নিজস্ব।

About Author
Sk Shamim Hasan

WB Work18 সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ৫ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। মাউলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়(জলপাইগুড়ি) থেকে Electronics Engineering করেছেন।

Leave a Comment